**শিক্ষক**
মাহাজুবা খাতুন
শিক্ষক তুমি জ্ঞানের প্রদীপশিখা
অজ্ঞান ঘুচাও,দাও জ্ঞানের দিশা।
তুমি দেখাও সত্যের পথ
তুমি শেখাও জীবনের রথ।
তোমার বাণী হৃদয়ে বাজে
তোমার শিক্ষা শক্তি সাজে।
তোমার কথা আশার গান
তুমি যে ভবিষ্যতের মহান প্রাণ।
শিক্ষক তুমি অমূল্য ধন
তুমি ছাড়া অসম্পূর্ণ জীবন।
তুমি ছাড়া গড়া যায় না মন
তুমি যে জাতির ভবিষ্যৎ জীবন।
মনের ভেতর জাগান স্বপ্ন
তাঁর হাত ধরে হয় জীবন সম্পন্ন।।
No comments: