** ছন্দময় জীবন **
লেখিকা - মাহাজুবা খাতুন
দূরের আকাশে মেঘ উড়ে যায়
সন্ধ্যা নামার আগে।
শীতল হাওয়াই মন আপ্লুত হয়
তোমারই ভালোবাসার কারণে।
পড়ন্ত বিকেলে সোনালী রোদের ছটা
ছুঁয়ে যাক আমার জীবনকে।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
টিনের চাঁলের কোণে।
প্রভাতের সুর গেঁয়ে যায়
পাখিরা একত্রে।
মৌমাছি গান গেঁয়ে যায়
রঙিন পাঁপড়ির দুনিয়ায়,আনমনে।
No comments: