তুমি হতে পারতে

           তুমি হতে পারতে

   লেখিকা - মাহাজুবা খাতুন


তুমি আমার অনেক কিছু হতে পারতে

পূর্ণিমার চাঁদের জ‍্যোৎস্না হতে পারতে

শীতের সকালের কুয়াশা হতে পারতে

হতে পারতে রাতের স্বপ্ন ।

সুখ-দুঃখের গল্পের সাথী হতে পারতে

পারতে বসন্তের ফুল হয়ে ফুটতে

বর্ষার বৃষ্টি হয়ে ঝরতে পারতে

ছোটোবেলার খেলার সাথী হতে পারতে

হতে পারতে আমার ভালোলাগা সেই কবিতাগুলি।

কফি হাউসের আড্ডার সাথী হতে পারতে

মনোরম বাতাস হতে পারতে

হতে পারতে সূর্যের কিরণ।

আকাশের মিটিমিটি তারা হয়ে জ্বলতে পারতে

গোলাপের ভালোবাসা ছড়িয়ে দিতে পারতে

তুমি চলে গেছ অচিনপুরে,অচিনপাখির নীড়ে

ভীষণ নির্জনে আমাকে একলা করে ।।


No comments:

Powered by Blogger.